ভূমিকা
উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) বাংলাদেশের দিনাজপুর জেলায় কর্মরত একটি তৃণমূল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)। প্রতিবন্ধী ব্যক্তিদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কতিপয় প্রতিবন্ধী ব্যক্তির উদ্যোগে এবং কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষী সমাজসেবী ব্যক্তিদের সহযোগিতায় ২০০২ সালের ১ জুলাই দিনাজপুরের টেক্সটাইল মিতালী বাজার, ২ নং সুন্দরবন ইউনিয়নে স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংস্থা হিসেবে উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) প্রতিষ্ঠিত হয়।
দারিদ্র বিমোচন, একীভূত শিক্ষা, কর্মসংস্থানের লক্ষ্যে উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) দিনাজপুরের প্রতিবন্ধী ব্যক্তি, বেকার তরুণ-তরুণী, শিশ-কিশোরদের সংগঠিত করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণবৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।